ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
টাঙ্গাইলে নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ২

ঢাকা: টাঙ্গাইল থেকে নিখোঁজ এক কিশোরীকে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াছিন সাগর (৩০) ও  আঞ্জুমা হোসেন (৩০) নামে দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিনগত রাতে ভাটারা থানা এলকার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধারসহ দুইজনকে আটক করে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. তরিকুর রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের সদর থানার সাবালিয়া এলাকা থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরী নিখোঁজ হন। পরে এ সংক্রান্তে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। জিডির সূত্রধরে ওই কিশোরীকে উদ্ধার করা কয়।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজের ১৪ দিন পর অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা কয়। এ সময় নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিকটিমের কথিত বন্ধু সাগর ও বাসার মালিক আঞ্জুমা হোসেনকে গ্রেফতার করা হয়।

নিখোঁজের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।