ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে এক মণ গাঁজাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
শাহজাদপুরে এক মণ গাঁজাসহ দুই বিক্রেতা আটক গাঁজা সহ আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে এক মণ গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর অ্যাডজুটেন্টস (অপস্ অফিসার) প্রণব কুমার সরকার।

 

আটকরা হলেন- পাবনা জেলার ফরিদপুর উপজেলার কালিআনী গ্রামের সোহরাব আলী প্রামাণিকের ছেলে ফরিদুল ইসলাম (৩১) ও শাহজাদপুর উপজেলার নগর বায়ড়া গ্রামের জামাল উদ্দিনে ছেলে আলম হোসেন (২৬)।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ওয়েল ডিপোর সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটি জব্দসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।