ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মামুদনগর ইউনিয়নের পোস্টকামারীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পোস্টকামারী গ্রামের মো. শফিকুল মিয়ার ছেলে মো. হাবিব মিয়া (৩) ও একই গ্রামের ওহাব আলীর মেয়ে সোনিয়া (২)। সম্পর্কে তারা চাচা ও ভাতিজি।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাবিব ও সোনিয়া বাড়ির পাশে খেলতে যায়। খেলার ফাঁকে বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে হাবিবের ফুপু রোজিনা ডোবায় তাদের নিথর দেহ ভাসতে দেখে পাড়ে তুলে আনেন। পরে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাবিব ও সোনিয়াকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।