ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক দু’জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক  দু’জন কারাগারে

বরিশাল: বরিশাল নগরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি ৪৫ মণ চালসহ আটক দু'জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদের আদালত এ আদেশ দেন।

দুই আসামিরা হলেন- বরিশাল নগরের কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার বাসিন্দা মো. ফরিদ আহম্মেদ ফকির ও বাজাররোড এলাকার ব্যবসায়ী এবং তালতলী এলাকার বাসিন্দা মো. আবুল কালাম হাওলাদার।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাজার রোড এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগান ও খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত ৬০ বস্তায় ৪৫ মণ চাল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ওই দু’জনকে আটক করা হয়।

পরে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আটক দু’জনসহ চার জনের নামউল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও পাঁচ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।