ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএসসিসির অভিযানে ৩ ট্রাক অবৈধ ক্যাবল অপসারণ

স্টাফ  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ডিএসসিসির অভিযানে ৩ ট্রাক অবৈধ ক্যাবল অপসারণ

ঢাকা: চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ট্রাক অবৈধ ক্যাবল অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসসিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ কাজী ফয়সাল, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং ফেরদৌস ওয়াহিদ। অভিযানে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর সদরঘাট, সাত মসজিদ রোড, সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় থেকে আল রাজ্জাক হোটেল পর্যন্ত এবং সূত্রাপুর কমিউনিটি সেন্টারের রাস্তার দু’পাশ থেকে অবৈধ ক্যাবল অপসারণ করা হয়েছে।

সব মিলিয়ে চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ফলে সৃষ্ট ক্যাবল বর্জ্যের পরিমাণ ছিল প্রায় তিন ট্রাক বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।