ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে নাজিম উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি উপজেলার বালিয়াচন্ডি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও এক সন্তানের জনক।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে সন্ধ্যায় ওই মামলায় নাজিম উদ্দিনকে উপজেলার বালিয়াচন্ডি নিজ বাাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সন্তানের জনক নাজিম উদ্দিন তার প্রতিবেশী পিতৃহারা দরিদ্র পরিবারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মাঝেমধ্যে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে নাজিম উদ্দিন বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট নাজিম উদ্দিন সটকে পড়ে। এ ঘটনাটি আপস মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। পরে আপস মীমাংসা না হওয়ায় এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওইদিন সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বাংলানিউজকে বলেন, আসামিকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) শেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।