ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রতারণা মামলায় কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রতারণা মামলায় কারাগারে

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে প্রতারণা মামলায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়াকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হকের আদালতে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, পাশ্ববর্তী মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের নুরুল ইসলামের কাছ থেকে জমি বন্ধক বাবদ ৮ লক্ষ টাকা নেন চেয়ারম্যান। এ সময় ১০০ টাকা মুল্যর তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও দেন চেয়ারম্যান। পরিবর্তীতে টাকা চাইলে অস্বীকার করেন তিনি। পরে নুরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবি রুবেল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।