ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিভাগীয় কমিশনার-ডিসি-ইউএনও অফিসে ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ নির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
বিভাগীয় কমিশনার-ডিসি-ইউএনও অফিসে ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ নির্ধারণ

ঢাকা: দেশের বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী 'নিয়োগকারী কর্তৃপক্ষ' নির্ধারণপূর্বক ক্ষমতা প্রদান করেছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন অফিসে কর্মচারী নিয়োগে কর্তৃপক্ষ নির্ধারণ করে আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সরকার 'বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০' এর ২(গ) বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনারকে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ও 'জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০' এর ২(গ) বিধি অনুযায়ী জেলা প্রশাসককে 'নিয়োগকারী কর্তৃপক্ষ' হিসেবে ক্ষমতা অর্পণ করলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমআইএইচ/এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।