ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা মফিজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
মুক্তিযোদ্ধা মফিজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মুক্তিযোদ্ধা মফিজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. মফিজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরে মেডিল্যাব হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমইউএম/এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।