ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
ঝালকাঠিতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশের দু’টি দল এ অভিযান চালায়।

 

মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। অভিযানের টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় তারা। এ সময় নদী থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আর জাল নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।  

অভিযানকালে নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।