ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌহালীতে ইলিশ ধরায় দায়ে ২৪ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
চৌহালীতে ইলিশ ধরায় দায়ে ২৪ জেলের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত জেলেরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: প্রজনন মৌসুমে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালীতে ২৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের শৈলজানা, খাস কাউলিয়া ইউনিয়নের ভুতের মোড় ও উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীর বাঘুটিয়া, খাস কাউলিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ কারেন্ট জালে ইলিশ মাছ ধরা অবস্থায় যমুনা নদীর শৈলজানা, ভুতের মোড় ও দত্তকান্দি এলাকা থেকে ২৪ জেলেকে আটক করা হয়। এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।  

শনিবার সকালে আটক জেলেদের এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।