ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জামালপুরে বাজার মনিটরিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জামালপুরে বাজার মনিটরিং

জামালপুর: জামালপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ তদারকি করতে বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের আনন্দগঞ্জ বাজার, শফি মিয়ার বাজারসহ বেশ কয়েকটি বাজার মনিটরিং করে তারা।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামসহ ১১ সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।  

এসময় দলটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের যৌক্তিক মূল্যসহ উৎপাদন, পাইকার ও ভোক্তা পর্যায়ে পণ্য মূল্যের পার্থক্য ন্যূনতম রাখার আহ্বান জানান।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। উৎপাদন ও ভোক্তা পর্যায়ে বাজারে যে দাম রয়েছে সেটির যাচাই করে দেখছি। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিচ্ছি। যেন দাম সহনীয় পর্যায়ে থাকে। পরে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।