ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ৩৮ জেলেকে কারাদণ্ড-জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
লৌহজংয়ে ৩৮ জেলেকে কারাদণ্ড-জরিমানা  ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৩৮ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ও ইলিয়াস শিকদার এ রায় দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার জানান, শনিবার সকালে লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩৮ জেলেকে আটক করা হয়। এ সময় নিষিদ্ধ দুই লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ৩২ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বয়স ও শারীরিক বিষয় মাথায় রেখে অন্য ছয়জনকে ২৬ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।