ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জ পৌরসভার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ভেদরগঞ্জ পৌরসভার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন  ভেদরগঞ্জ পৌরসভার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ভবনটি উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মহিলা সংরক্ষিত আসনের এমপি পারভীন হক সিকদার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান, পুলিশ সুপার (এসপি) এসএম আশ্রাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর আল নাসিফ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।   

পৌরভবন উদ্বোধন শেষে ভেদরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে অতিথিরা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।