ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেনী: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে আলুর দাম তদারকিতে বের হয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় শহরের তাকিয়া বাজারে অভিযান চালালে দেখা যায় পাইকারিতে ৩৮-৪০ টাকা দামে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা, মাঈন ট্রেডার্সকে তিন হাজার টাকা, এসবি ট্রেডার্সকে দুই হাজার টাকা ও ইব্রাহিম ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।