ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি প্রতীকী

নীলফামারী: নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামে আড়াই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওমর ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ওমর। পরে শিশুটিকে না দেখে খোঁজ শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ওমরে মরদেহ উদ্ধার করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদ-উন-নবী বাংলানিউজকে জানান, শিশুটির পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।