ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
রৌমারী সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত এলাকা থেকে সেলিম মিয়া (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও মাহ আলম শেখ (২০) নামে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বিকেলে
আটকদের রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

গত ১৬ অক্টোবর সাহেবের আলগা সীমান্ত ১০৫২ মেইন পিলার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন তারা।

আটক যুবকরা সন্দেহজনকভাবে ঘুরে বেড়ানোর সময় গোয়েন্দা শাখার (বিআইপি) ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযানে তাদের আটক করেন।

আটক তিন যুবক ভারতের হাটশিংঙ্গিমারী জেলার দক্ষিণ শালমারা থানার কানাইমারা গ্রামের নুর ইসলামের ছেলে সেলিম, আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ও সানোয়ার হোসেনের ছেলে মাহআলম।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ বাংলানিউজকে বলেন, আটক তিনই গরু ব্যবসায়ী। তারা ব্যবসার সূত্র ধরেই অবৈধভাবে বাংলদেশে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞাসাবাদের পর তিনজনকেই রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বাংলানিউজকে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন ভারতীয় নাগরিককে  বিকেলে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।