ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত ইবি কর্মচারী গ্রেফতার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত ইবি কর্মচারী গ্রেফতার প্রতীকী ছবি

ইবি (কুষ্টিয়া): চেক জালিয়াতি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে ইবি থানা পুলিশ তাকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে গ্রেফতার করে।

আটক কর্মচারীর নাম হাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজচকে জানান, ইবির ওই কর্মচারী চেক জালিয়াতির দু’টি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে। ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেফতার করে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।   

এ বিষয়ে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, হাফিজুরের ব্যাপারে এখনো লিখিত কোনো কাগজ পাননি। পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।