ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধর, গ্রেফতার ১

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধর, গ্রেফতার ১ গ্রেফতার ওবাইদুল্লাহ খাঁন

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ খাঁনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়।

 

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাতে ধামরাই থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ভুক্তভোগী ফজল হক।  

গ্রেফতার ওবাইদুল্লাহ ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা। সে কৃষক দলের নেতা বলে জানা গেছে।  

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে ফাঁসানো জন্য তিনি ভিজিডির চাল বিক্রি করেছেন বলে  অভিযোগ করতে বলা হয় গ্রাম পুলিশ ফজল হককে। কিন্তু গ্রাম পুলিশ ফজল হক তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন ওবাইদুল্লাহসহ কয়েকজন। এ ঘটনায় পরে ভুক্তভোগী ফজল হক শনিবার রাতে থানায় মামলা করলে রোববার সকালে ওবাইদুল্লাহকে সাভার থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ফজল হকের করা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।