ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১৪৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
২৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১৪৬ নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়

ঢাকা: মা ইলিশ সংরক্ষণে দেশজুড়ে নৌ-পুলিশের অভিযানে ২৬ লাখ ৯৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানে ৫৩৪ কেজি মাছ জব্দসহ ১৪৬ জনকে আটক করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দেশের বিভিন্ন নদীতে নৌ পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে।

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, নৌ পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি দেশজুড়ে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে রোববার ২৬ লাখ ৯৫ হাজার ৯৫০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।

এ সময় প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৫৩৪ কেজি মাছ জব্দ করা হয়। আইন অমান্য করে মৎস্য আহরণের দায়ে ১৪৬ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে নৌ-পুলিশের পক্ষ থেকে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রমসহ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।