ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার মৃত্যু দিবসে মারা গেলেন ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
বাবার মৃত্যু দিবসে মারা গেলেন ছেলে মাহফুজুর করিম তালুকদার

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে মারা গেলেন শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর করিম তালুকদার মাছুম (৩৮)।  

রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, অনেকদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি।

মাহফুজুর করিম তালুকদার গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাবা রেজাউল করিম তালুকদার শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গত বছর এই দিনে মারা যান।

নিহতের চাচাতো ভাই নুর আলম তালুকদার বাংলানিউজকে জানান, কয়েক মাস ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন মাহফুজুর করিম। রোববার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তার পরিবারের সদস্যরা। পথে পাঁচ্চর নামক স্থানে পৌঁছালে মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।