ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কলেজের শিক্ষক-কর্মচারীদের অ্যডহক নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
কলেজের শিক্ষক-কর্মচারীদের অ্যডহক নিয়োগের দাবি মানববন্ধন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: প্রাতিষ্ঠানিক ক্রুটিজনিত কারণে কাউকে বঞ্চিত না করে কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অ্যডহক নিয়োগের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, মহালছড়ি কলেজের অধ্যাপক আনোয়ার আলম, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রত্ন কুসুম চাকমা, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক জিমি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

মানববন্ধনে বক্তারা বৈষম্য না করে সরকারিকরণের তারিখ থেকে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে অ্যডহক নিয়োগের দাবি জানান।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।