ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে ৯ জেলের কারাদণ্ড-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
বোরহানউদ্দিনে ৯ জেলের কারাদণ্ড-জরিমানা ছবি: বাংলানিউজ

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ এ দণ্ড দেন।


 
দণ্ডপ্রাপ্ত নয় জেলের মধ্যে পাঁচ জনকে এক বছর করে কারাদণ্ড ও চার জনকে দুই হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন- জসিম (২৫), রুবেল (২৫), জব্বার (১৮), বারেক (১৮) ও আশ্রাফ (১৯)।  

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম নাজমুস সালেহীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, ভোরে ভোলায় তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে মৎস্য বিভাগের একটি দল। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ ধরার অপরাধে নদীর সাচড়া পয়েন্ট এলাকা থেকে নয় জেলেক আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।