ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ফেনসিডিলসহ দম্পতি আটক

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আশুলিয়ায় ফেনসিডিলসহ দম্পতি আটক আটক দম্পতি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে ৯০৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- মো. ইকবাল হোসেন ওরফে লেদু (৪৮) ও স্ত্রী নার্গিস বেগম (৩৭)। তারা দু’জনই গোপালগঞ্জ জেলার বাসিন্দা।  

এ এইচ এম আদনান তফাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৯০৪ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইলফোন ও নগদ ১২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়। আটক স্বামী-স্ত্রীকে মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।  

দুপুরে আশুলিয়া থানা থেকে ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।