ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে নৌশ্রমিকদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
বরিশালে নৌশ্রমিকদের বিক্ষোভ মিছিল

বরিশাল: নদীপথে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর চাঁদমারীতে কীতর্নখোলা নদীর পাড়ে এ বিক্ষোভ মিছিল করেন ফেডারেশনের নেতাকর্মীরা।

এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের মতো বরিশালেও ধর্মঘট কর্মসূচি শুরু করে ফেডারেশন। এর ফলে বরিশালের নদীপথ ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া পণ্যবাহী কার্গোগুলোকে কীর্তনখোলা নদীতে অবস্থান করতে দেখা গেছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আপাতত যাত্রীবাহী নৌযান ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। তবে যেকোনো সময় যাত্রীবাহী নৌযানের শ্রমিকরাও এ ধর্মঘটে অংশ নিতে পারে বলে জানিয়েছেন নেতারা।

তারা বলেন, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করেত হবে। বর্তমানে নৌযান শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। তাদের বেতন-ভাতা বাড়াতে হবে। এসব দাবি পূরণের জন্য মালিকপক্ষের সঙ্গে এর আগে চুক্তি হলেও তার এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। এবার যতদিনে এ দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।