ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নগর প্রশাসন উন্নয়নে পারষ্পরিক সহযোগী হবে বাংলাদেশ-ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
নগর প্রশাসন উন্নয়নে পারষ্পরিক সহযোগী হবে বাংলাদেশ-ভারত

ঢাকা: বাংলাদেশ-ভারত একে অপরের নগর প্রশাসন উন্নয়নে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে নগর প্রশাসনের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়া সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে।  

ভারতীয় হাইকমিশন জানায়, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই দেশের নগর প্রশাসনের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার সম্ভাবনা ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।