ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তায় জমা হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
রাস্তায় জমা হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনের দাবি রাস্তায় জমা হাঁটু পানিতে নেমে মানববন্ধন করেন স্থানীয় জনগণ, ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের গুরুদাসপুরে রাস্তায় জমে থাকা হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক গ্রামের প্রায় হাজার খানেক মানুষ। তারা সড়কের দুর্ভোগ লাঘবে সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান চান।

  

মঙ্গলবার (২০ অক্টোর) দুপুরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে মহারাজপুর গ্রাম পর্যন্ত জলাবদ্ধ ওই সড়কের জমে থাকা হাঁটু পানিতে নেমে এ মানববন্ধন করেন তারা।  

মানববন্ধনে ওই এলাকার বাসিন্দা সমাজসেবক মো. মনির হোসেন বলেন, প্রতিদিন নাজিরপুর ইউনিয়নের রানীনগরসহ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। মাছবাহী কমপক্ষে ৫০টি ট্রাক এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। অথচ এ সড়কের দুই কিলোমিটার অংশে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। অপরিকল্পিতভাবে পুকুর খনন করার কারণেই এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসন না করতে পারলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।  

এ অবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।