ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণ ঋণ বিতরণ। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৪ শতাংশ রেয়াতী সুদে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জনতা ব্যাংক কোটালীপাড়া শাখা কার্যালয়ের হল রুমে এ ঋণ বিতরণ করা হয়।


 
জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯ জন কৃষকের মধ্যে ২৮ লাখ টাকার ঋণ বিতরণ করেন।

জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মেহেদী মাহামুদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. একরামুল হক আকন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাঁড়িয়া, কৃষক বিধান চন্দ্র ঢালী, ললিত চন্দ্র বৈদ্য বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।