ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
চাঁদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (১১) ও নাজমুল হাসান (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা রাজারগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের আরমান বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম ও নাজমুল চাচাতো ভাই।  

ফাহিম ওই বাড়ির প্রবাসী নাছির বেপারীরের ছেলে। সে পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং নাজমুল হোসেন একই বাড়ির জসিম বেপারীর ছেলে ও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।  

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ফাহিম ও নাজমুল হোসেনবাড়ীর পুকুরে গোসল করতে যায়। অনেক সময় ধরে খোঁজ না পাওয়ায় বাড়ির লোকজন পুকুরের ঘাটলায় গিয়ে জুতা দেখে পুকুরে নেমে তাদের সন্ধান করলে দুই জনের নিথর দেহ পাওয়া যায়। পরে স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।