ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

সাতক্ষীরা: পুলিশ কনস্টেবলসহ সরকারি বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে অন্তত ২০ জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (১৯ অক্টেবার) গভীর রাতে গোপালগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

নুরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুস সামাদের ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলম চৌধুরী জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে পুলিশের চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার ২০টি লিখিত অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তিনি আরও জানান, নুরুল ইসলাম সরকার দলীয় উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে ছবি তুলে তাদের নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে দু’টি প্রতারণা মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।