ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে পুলিশের ওপর হামলা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
বেগমগঞ্জে পুলিশের ওপর হামলা, আটক ২ প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে শিশুকে মারধরের ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা।  

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হামলাকারী ফুয়াদ ও কফিল নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (১৪ অক্টোবর) অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রুবেলকে (১০) একই গ্রামের ফুয়াদের নেতৃত্বে বখাটে সন্ত্রাসীরা মারধর ও নির্যাতন করে। এ ঘটনার বিচার দাবি করে শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তদন্তে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাকিবুল ইসলামসহ দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে যায় এবং ঘটনার সাক্ষ্যপ্রমাণে সত্যতা পায়। এসময় ফুয়াদ ও কফিলের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালায় কয়েকজন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফুয়াদসহ দুই জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।