ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্যাম্পাসের ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলো রাবি প্রশাসন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
ক্যাম্পাসের ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলো রাবি প্রশাসন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর আশপাশের এলাকার ৬৯ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আজিজুর রহমান।

কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা হচ্ছে না। ফলে পরিবার নিয়ে অর্থকষ্টে আছেন তারা। তাদের দুর্দশা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এ সহায়তা দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।