ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
সাভারে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজার এলাকায় একটি পোশাক কারখানা লে-অফ ঘোষণা করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেপুর এলাকার সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে একই এলাকার ‘ব্যন্ডো ইকো এপারেলস’ নামের পোশাক কারখানার শ্রমিকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে সড়কে দুই পাশে প্রায় ৭ কিলোমিটার যানজটে সৃষ্টি হয়েছে৷

শ্রমিকরা জনান, কারখানাটি বারবার বন্ধ ও চালু করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে কিছুদিন আগে ১০ দিনের জন্য কারখানা লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করে। তাই কারখানা খোলার দাবিতে শ্রমিকরা আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

সভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান বাংলানিউজকে বলেন, শ্রমিকরা এখনো সড়কের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সড়ক থেকে সড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।