ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানের দুর্গম বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে সোলার স্ট্রিট লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
বান্দরবানের দুর্গম বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে সোলার স্ট্রিট লাইট

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের যেসব দুর্গম এলাকায় বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, সেসব এলাকায় এবার সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী থোয়াই চ মং মার্মা জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবানের দুর্গম এলাকার অন্ধকার দূর করতে প্রথম পর্যায়ে বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৪৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

আর এ সোলার স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে রাতে দুর্গম এলাকায় চলাচলে অনেকটাই সুবিধা হবে।  

তিনি আরও জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমরা সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু করেছি এবং এ কাজ শেষ হলে বিভিন্ন এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে বান্দরবান সদরের দুঃখীঅং পাড়ায় এ সোলার স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ।  

এসময় তিন নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবুখয় মারমা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী থোয়াই চ মং মার্মা, কার্যসহকারী মো. পারভেজ, সোলার স্ট্রিট লাইট সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সপার্ট গ্রুপের এক্সপার্ট রিনিওয়েবেল এনার্জি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় ও কারিগরি ম্যানেজার ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ সিদ্দিক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও দুঃখীঅং পাড়ার জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।