ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
বঙ্গবন্ধুর আদর্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

লালমনিরহাট: ঐক্যবদ্ধ থাকলে অনেক অসাধ্যকেও সাধন করা যায়। দলকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই।

তাই বিভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।  

সমাজকল্যান মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পরে আমাদের দলের দুর্ভোগ গেছে। তখন আওয়ামী লীগের পরিচয় দিলে লাঞ্চিত হতে হয়েছে। বঞ্চনার শিকার হতে হয়েছে। পাকিস্তানি দোসর বিএনপি-জামায়াত ভেবেছিল আওয়ামী লীগ আর  কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তাই ভেবে লুটপাটে নেমেছিল। কিন্তু দেশের মানুষ বিএনপি-জামায়াতের লুটপাটের উচিত জবাব দিয়ে আওয়ামী লীগকে সমর্থন করে আসছে।  

মন্ত্রী বলেন, জনগণের রায়ে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ধুলিকনার বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। দেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী আজ অবাক। তারা ভাবছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন। উন্নয়নের জাদু রয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চলনায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।