ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
সরিষাবাড়ীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ হওয়ার চারদিন পর পুকুর থেকে খোকন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরজামিরা বাজারের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খোকন একই উপজেলার সাতপোয়া গ্রামের চরজামিরা গ্রামের রোস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, খোকন দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিল। গত ২৬ অক্টোবর সকালে বাড়ি থেকে সে বের হয়ে চরজামিরা বাজারে যায়। এরপর থেকেই তাকে নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ অক্টোবর সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে ওই বাজারের পাশে পুকুর থেকে খোকনের ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম বাংলানিউজকে জানান, উদ্ধার কিশোরের মরদেহ অর্ধগলিত ছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।