ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেসিসির অন্তর্ভূক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
কেসিসির অন্তর্ভূক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনের একটি অংশ। ছবি: বাংলানিউজ

খুলনা: গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) অন্তর্ভূক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আটরা গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি থেকে পথেরবাজার পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হাজার হাজার নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ৫টি পয়েন্টে এক যোগে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। কমিটির সদস্য সচিব আব্দুল সাত্তার মোল্লার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা স ম রেজোয়ান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তারা দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘গ্রাম হবে শহর’, তাই শহরের সীমানা বৃদ্ধি না করে গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত প্রত্যাহার করে গ্রামকে শহরের আদলে তৈরি করে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করা হোক।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমআরএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।