ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ১৬ জেলের কারাদণ্ড, জাল-ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
লৌহজংয়ে ১৬ জেলের কারাদণ্ড, জাল-ইলিশ জব্দ ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১৬ জেলেকে আটক করে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান ও ইলিয়াস শিকদার এ দণ্ড দেন।

 

লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লৌহজংয়ে পদ্মা নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ হয়েছে।  

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।