ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেশি দামে আলু বিক্রি করায় সাদুল্যাপুরে ৪ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
বেশি দামে আলু বিক্রি করায় সাদুল্যাপুরে ৪ ব্যবসায়ীর জরিমানা ...

গাইবান্ধা: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে গাইবান্ধার সাদুল্যাপুরে চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাটের ‘আর ভরসা’ কোল্ড স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম।

বাংলানিউজকে আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে বিকেলে ওই কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে আলু বিক্রির প্রমাণ মেলায় ব্যবসায়ী আফসার আলী, স্বপন মিয়া ও আনারুল ইসলামকে ১০ হাজার করে ৩০ হাজার ও গোবিন্দ চন্দ্র সাহারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।