ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নড়াইল: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মোতাহার হোসেন (১৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মোতাহার নড়াইল শহরের হাটবাড়িয়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে নড়াইল-কালনা সড়কের আউড়িয়া টোলঘর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মোতাহার হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মোতাহারকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা যায়নি। ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।