ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় চার জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
কুষ্টিয়ায় চার জেলের জরিমানা জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ায় মিরপুর উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে চার জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরের পদ্মা নদীতে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

এ অভিযানের নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখোড়িয়া এলাকার দিরাজ মণ্ডল (৫৫), আব্দুস সাত্তার (৬০), সাইদুল সর্দার (৫২) ও জহির মৃধা (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার দায়ে মিরপুর উপজেলার চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। সেইসঙ্গে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেন।

এসময় উপস্থিত ছিলেন-মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, মিরপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সবুজ প্রমুখ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।