ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০-৬৫ বছর।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান।  

খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনের লাল ও হলুদ রঙের সেলোয়ার কামিজ ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০   
আরএস/এএ                      
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।