ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিমলায় ৩০০ কৃষকের মধ্যে সবজি বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
ডিমলায় ৩০০ কৃষকের মধ্যে সবজি বীজ বিতরণ

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।  

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে উপজেলার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেন ডিমলা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা জয়শ্রী রানী রায়।


 
এ সময় বালাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে উপস্থিত ছিলেন।  

সেখানে বীজ বিতরণ শেষে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।