ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শেরেবাংলা নগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
শেরেবাংলা নগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ইউনিট ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. নূরনবীকে (৪৫) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানী শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মো. সুজন (২৪) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. নূরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমএমআই/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।