ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সেই রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলেছে টাকাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জুলাই ৩১, ২০২৫
সেই রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলেছে টাকাও আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ: ফাইল ফটো

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থিত সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৯৮ হাজার টাকা।

পুলিশ সূত্র জানায়, রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত চলছে এবং অন্যান্য স্থানে তাদের সম্পৃক্ততার ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে পাওয়া যায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি।

সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবি করেন রিয়াদসহ পাঁচ যুবক। অভিযোগে জানা যায়, তারা প্রথম দফায় ১০ লাখ টাকা নিয়ে আসে এবং পরে আবার স্বর্ণালংকার আনতে গেলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।

পরে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর এ ঘটনায় ছয়জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন। মামলায় পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমরা রিয়াদের আরও চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। তদন্ত অব্যাহত রয়েছে।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।