ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি কর্মীদের জর্দানে ফিরিয়ে নেয়ার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
বাংলাদেশি কর্মীদের জর্দানে ফিরিয়ে নেয়ার অনুরোধ

ঢাকা: জর্দানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্দানের নবনিযুক্ত শ্রম এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডা. মাইন আল কাতামিনের সঙ্গে তার কার্যালয়ে বিশেষ বৈঠকে করেছেন। বৈঠকে দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষত রাষ্ট্রদূত নাহিদা সোবহান করোনা মহামারির কারণে ছুটিতে দেশে গিয়ে ফিরতে না পারা প্রবাসী বাংলাদেশি কর্মীদের জর্দানে ফেরার সম্ভাবনা নিয়েও ডা. মাইন আল-কাতামিনের সঙ্গে কথা বলেন । তিনি মন্ত্রীকে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরতে না পারা যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা বা ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের জর্দানে ফেরত আনার জন্য অনুরোধ জানান।

বুধবার ( ৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে মন্ত্রী ডা. মাইন আল-কাতামিন বলেন, জর্দান সরকারের শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে ব্যবসায়িক কাজের তদারকির মাধমে শ্রম আইন রক্ষা নিশ্চিত করবে। যা কিনা একই সঙ্গে জর্দানি এবং প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করবে।  

তিনি বলেন, তার মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের কাছ থেকে যে কোনো অভিযোগ গ্রহণ এবং তার বিধান নিশ্চিত করতে প্রস্তুত। এছাড়া তার মন্ত্রণালয় শ্রমিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন ভাষায় সচেতনতা পুস্তিকা এবং ভিডিও ডকুমেন্টারি প্রস্তুত করছে যাতে বিভিন্ন ভাষাভাষীর সর্বাধিক সংখ্যক প্রবাসী শ্রমিকদের মধ্যে এ সব বিষয়ে সচেতনতা বাড়ানো যায়। এ লক্ষ্যে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বাংলা ভাষায় সচেতনতা পুস্তিকা প্রণয়নে জর্দানের শ্রম মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস এক সঙ্গে কাজ করবে।  

রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্দানে বাংলাদেশিসহ সব প্রবাসী শ্রমিকদের সুস্বাস্থ্য ও অধিকার রক্ষায় নবনিযুক্ত শ্রম মন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।

অন্যান্য বিষয়ের মধ্যে বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো লক্ষ্যে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।  

রাষ্ট্রদূত নাহিদা সোবহান দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো, বাংলাদেশি শ্রমিকদের কাজের ক্ষেত্র বিস্তৃতকরণ, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে জর্দানের সঙ্গে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময় বিষয়ে জর্দান সরকারের ফলপ্রসূ সহযোগিতার আশা করেন।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।