ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবরের হাসুয়ার কোপে ভাবির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
দেবরের হাসুয়ার কোপে ভাবির মৃত্যু

মেহেরপুর: দেবরের ছেলের মার ঠেকাতে গিয়ে হাসুয়ার কোপে মালা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মালা খাতুন মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের চেরাগিপাড়া এলাকার ইকরামুল হকের স্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আকরাম হোসেন তার ছেলেকে মারধর করছিলেন। এ সময় মালা তাকে ঠেকাতে যান। একপর্যায়ে আকরাম হাসুয়া দিয়ে মালার পেটে কোপ দেন। এতে ওই নারীর নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মালাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া থেকে নিয়ে আসার প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক আকরামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।