ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
কাশিয়ানীতে ২ জনের মরদেহ উদ্ধার প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক স্থান থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার তালতলা ও তেঘরিয়া গ্রামের খাল থেকে  মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কাশিয়ানীর সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়ার ছেলে ইজিবাইকচালক শামীম মিয়া (২৩) ও একই উপজেলার তেঘরিয়া গ্রামের ঠাণ্ডু শেখ (৬৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, গত ০২ নভেম্বর শামীম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তালতলা গ্রামের একটি খালে তার ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

অপরদিকে, একই উপজেলার তেঘরিয়া গ্রামের একটি খাল থেকে ঠাণ্ডু শেখ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আফিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের একটি খালের কচুরিপানা পরিষ্কার করছিলেন ঠাণ্ডু শেখ। এ সময় ওই খালের পানিতে ডুবে যান তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।