ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বক‌শীগঞ্জে মডার্ন ডায়াগন‌স্টিককে জ‌রিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
বক‌শীগঞ্জে মডার্ন ডায়াগন‌স্টিককে জ‌রিমানা ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

জামালপুর: বিধিসম্মতভাবে স্বাস্থ‌্যসেবা না দেওয়ায় জামালপুরের বক‌শীগঞ্জ পৌরশহ‌রে মডার্ন ডায়াগন‌স্টিককে জরিমানা করেছেন ভ্রাম‌্যমাণ আদালত।
 
রোববার (০৮ ন‌ভেম্বর) সন্ধ্যায় বক‌শীগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা এ জ‌রিমানা ক‌রে‌ন।

 

এ সময় বক‌শীগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দ‌ী, বক‌শীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদসহ সঙ্গীয় পু‌লিশ সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

ইউএনও মুন মুন জাহান লিজা বাংলানিউজকে জানান, বিধিসম্মতভাবে স্বাস্থ‌্যসেবা না দেওয়ার দায়ে ওই ডায়াগন‌স্টিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুই মোটরসাই‌কেল আরোহীকে হেলমেট ও মাস্ক না পরায় এক হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়েছে।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ব‌লে উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা‌ গে‌ছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।