ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আটক চার বাংলাদেশিকে হস্তান্তর করলো ভারত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
আটক চার বাংলাদেশিকে হস্তান্তর করলো ভারত বেনাপোল ইমিগ্রেশন

বেনাপোল (যশোর): ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটক হওয়া চার বাংলাদেশিকে ছয় মাস পর দেশে হস্তান্তর করেছে ভারত সরকার।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নীলফামারী জেলার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩৪), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (৩০), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৪৫) ও পঞ্চগড় জেলার মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২৫)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতে কোনো বিদেশি নাগরিক তিন মাস থাকলে তাদের নিকটস্থ থানায় এফআরও একটি রিপোর্ট করতে হয়। এই চার বাংলাদেশি সেখানে থানায় কোনো এফআরও রিপোর্ট করেনি। যার কারণে সেখানকার পুলিশ তাদের আটক করে। এবং তাদের প্রায় ছয় মাস কেরালা প্রদেশের একটি শেল্টার হোমে রাখে। এরপর দু’দেশের চিঠি চালাচালির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮,  ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।